বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা, 'ভয়' দেখানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের

Sumit | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ০৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : মঙ্গলবার রাতে প্রায় আট ঘণ্টা ধরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ বিড়ি শিল্পপতি জাকির হোসেনের বাড়ি এবং বিড়ি কারখানায়   সিজিএসটি আধিকারিকরা তল্লাশি চালিয়ে সমস্ত কাগজপত্র দেখে 'খালি হাতে'ই বের হন। 


এরপরই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা শুরু হয়েছে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিড়ি শিল্পপতিদেরকে এখন থেকেই 'ভয়' দেখানো শুরু করল কেন্দ্রের বিজেপি সরকার। 


প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের আগেও আয়কর দপ্তর সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ প্রায় ৭-৮ জন তৃণমূল 'ঘনিষ্ট' বিড়ি শিল্পপতির বাড়ি এবং গোডাউনে তল্লাশি অভিযান চালিয়েছিল। তবে সেবারও তেমন কিছু পায়নি আয়কর দপ্তর। 
বিড়ি শিল্পপতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবলমাত্র ঔরঙ্গাবাদ -ধুলিয়ান এলাকায় প্রায় ৪৪ টি বিড়ি ফ্যাক্টরি রয়েছে। গোটা জেলায় বিড়ি ফ্যাক্টরির সংখ্যা প্রায় চারশোর বেশি। জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৮ লক্ষ লোক জড়িত। 


বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন,' গভীর রাত পর্যন্ত জাকির হোসেনের বাড়িতে সিজিএসটি দপ্তরের কর্তাদের এই হানার কথা আমরা সকলেই জানতে পেরেছি। আমাদের ধারণা আর্থিক বছর শেষ হয়ে আসছে, সেই কারণে দপ্তরের দেওয়া 'টার্গেট' পূরণ করার জন্যই এই হানা।'


জেলার অন্যতম বৃহৎ বিড়ি শিল্পপতি তথা ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন,' বিড়ি শিল্পের কাঁচামালের বেশিরভাগটাই অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়। তাই আমরা সকলেই যথাযথ জিএসটি দিয়ে থাকি।'


তিনি আরও বলেন,' মুর্শিদাবাদের বেশিরভাগ বিড়ি শিল্পপতি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই 'রেড' করিয়ে আমাদের উপর 'চাপ' সৃষ্টির কৌশল নেওয়া হয়েছে যাতে বিড়ি শিল্পপতিরা ভয় পেয়ে রাজনীতির মঞ্চ থেকে সরে যায়।'


জাকির হোসেন বলেন,'আইন মেনে ব্যবসা করি। সরকারকে জিএসটি, ইনকাম ট্যাক্স, সবই সময় মত দিই। তারপরেও জিএসটির আধিকারিকেরা আমার অফিসে এসেছিলেন পরিদর্শন করতে। আমি তাঁদের ৮ ঘণ্টা সময় দিয়েছি। আধিকারিকদের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন সঠিক তথ্য রিপোর্ট করেন। কারণ আমার অধীনে প্রায় ৩০ -৩৫ হাজার শ্রমিক কাজ করেন। বারবার এভাবে আয়কর অফিসারদের আসায় শ্রমিকরা কাজ হারাবার আতঙ্কে রয়েছেন।'


Tmccentralagencymurshidabad raid

নানান খবর

নানান খবর

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

পাঁচ টাকায় পেটপুরে খাবার, জেলা হাসপাতালে চালু হল মা ক্যান্টিন

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া